হোম > খেলা > ফুটবল

দুই ম্যাচ পর জয়ে ফিরল মেসি-নেইমারবিহীন পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বছরের শেষটা লরিয়েন্ত আর শুরুটা লিওনের সঙ্গে ড্র দিয়ে শুরু করেছিল ফরাসি জায়ান্টরা। দুই ম্যাচ পর আবার জয়ে ফিরেছেন মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। 

এই ম্যাচেও পিএসজির একাদশে ছিলেন লিওনেল মেসি আর নেইমার। দুই বড় তারকাকে ছাড়া জয় পেতে বেগ পেতে হয়নি পিএসজিকে। গত রাতে ঘরের মাঠে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। দলের পক্ষে গোল ২টি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও থিলো কেহরার। 

পুরো ম্যাচেই পিএসজির শক্তিমত্তার সঙ্গে পেরে ওঠেনি ব্রেস্ত। ২টির বেশি গোল হজম করতে না হওয়াকে ভাগ্যই বলতে পারে ব্রেস্ত। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলে নিয়ন্ত্রণে ছিল পিএসজির। গোলপোস্টে শট নেওয়াতেও পিছিয়ে ছিলেন না এমবাপ্পেরা। গোলপোস্ট তাক করে মোট ৯টি শট নিয়েছেন তাঁরা। 

তবে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। জর্জিনিয়ো উইজনাল্ডুমের পাস থেকে ডান পায়ের জোরালো শটে পিএসজিকে প্রথম গোলের আনন্দে ভাসান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটের সময় দ্বিতীয় গোলটি আসে কেহরার পা থেকে। 

এই জয়ে লিগে ৫০ পয়েন্ট পূর্ণ করেছে পিএসজি। ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফরাসি জায়ান্টরা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস। ২১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ব্রেস্ত। 

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই