হোম > খেলা > ফুটবল

বার্সেলোনাকে কটূক্তি করে ক্ষমা চাইলেন মেসির ভাই

বার্সেলোনাকে নিয়ে গতকাল বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েছেন মাতিয়াস মেসি। তবে নিজের ভুল বুঝতে খুব বেশি সময় লাগেনি লিওনেল মেসির ভাইয়ের। বার্সাকে কটূক্তি করার কয়েক ঘণ্টা পরেই ক্ষমা চেয়েছেন তিনি। 

গতকাল নিজের সামাজিক মাধ্যমে মাতিয়াস লিখেছেন, ‘সামাজিক মাধ্যমে যা বলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি শুধু আমার ছেলে এবং বন্ধুদের সঙ্গে মজা করছিলাম। বার্সেলোনার মতো একটি সেরা ক্লাব সম্পর্কে কীভাবে এমন মন্তব্য করতে পারি। যে ক্লাবটি লিওকে এবং আমার পরিবারকে সবকিছু দিয়েছে। আবারো সবার কাছে দুঃখিত বিশেষ করে বার্সেলোনার সমর্থকদের কাছে।’ 

বার্সাকে নিয়ে নিজের ছেলে টমির ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘টুইচে’ বিতর্কিত মন্তব্যটি করেছিলেন মাতিয়াস। তিনি বলেছিলেন, ‘মেসির জন্যই বার্সেলোনা এতটা পরিচিতি পেয়েছে। তার আগে ক্লাবকে কেউ চিনত না। বার্সেলোনায় কারো যাওয়ার সুযোগ থাকলে এবং জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটা মেসির।’ 

মাতিয়াসের এমন মন্তব্যের পর জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন মেসির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ‘এটি মাতিয়াস মেসির একান্ত ব্যক্তিগত মন্তব্য।’ 

উল্লেখ্য, বার্সার হয়ে ২০০৪ সালে মেসি মূল দলে খেলার আগে বিশ্বের অনেক বড় তারকা ফুটবলার কাতালান ক্লাবের হয়ে খেলেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ইয়োহান ক্রুইফ, তাঁরই পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহোরা। যাঁরা আর্জেন্টাইন খুদে জাদুকরের আগে ক্লাবকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন