হোম > খেলা > ফুটবল

‘প্রতিশোধের’ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ছিল আর্জেন্টিনার কাছে ‘প্রতিশোধের’ ম্যাচ। ব্রাজিলের কাছে হেরেই এর আগে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গতকাল জিতল আর্জেন্টিনা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজের করে নিল আকাশি-নীলরা। 

প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক কমিটি স্টেডিয়ামে হয়েছে ২০২২ কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল। ১২ মিনিটে আন্দ্রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিলিয়নরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে আর্জেন্টিনা। আকাশি-নীলদের হয়ে গোল বেত্তোনি ও কাসো। ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। আর প্যারাগুয়েকে ৫-১ গোলে পেরু হারিয়েছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। 

লাতিন আমেরিকার বয়সভিত্তিক এই টুর্নামেন্ট এখন পর্যন্ত হয়েছে তিনবার। তিনবারই ফাইনাল খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৬, ২০১৮-প্রথম দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। প্রথম মৌসুমে ভেনেজুয়েলা, পেরু হয়েছিল তৃতীয় ও চতুর্থ। আর ২০১৮ তে তৃতীয় ও চতুর্থ হয়েছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী