হোম > খেলা > ফুটবল

মেসির বিশ্বজয়ের উদযাপন হবে না পিএসজিতে

বিশ্বকাপ জয়ের পর আজই প্রথম খেলতে নামছেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে আজ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলবে অঁজোর বিপক্ষে। তবে মেসির বিশ্বজয়ের উদযাপন করা হবে না পিএসজিতে।

মেসির বিশ্বকাপ জয়ের উদযাপন না করার তথ্য জানিয়েছে লা পেরিসিয়ান। ফরাসি সংবাদমাধ্যমের মতে, পার্ক দে প্রিন্সেসে মেসির ফিরে আসার পর তাঁর বিশ্বকাপ জয়ের উদযাপনের বিরোধিতা করেছে পিএসজি। পিএসজিতে ফেরার পর মেসিকে সতীর্থরা বেশ ঘটা করেই স্বাগত জানিয়েছিলেন। গত ৪ জানুয়ারি বিশ্বজয়ী এই ফুটবলারকে গার্ড অব অনার দিয়েছিলেন ক্লাবের সতীর্থ, কোচিং স্টাফ ও ট্রেনিং সেন্টার স্টাফরা স্বাগত জানাচ্ছেন।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক শেষে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছেন। দেড় বছরেরও বেশি সময়ে ৫৩ ম্যাচ খেলেছেন। করেছেন ২৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন। ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে খেলেছেন ১৯ ম্যাচ। ১২ গোলের সঙ্গে করেছেন ১৪ অ্যাসিস্ট।

কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বল জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরষ্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন