হোম > খেলা > ফুটবল

মেসির বিশ্বজয়ের উদযাপন হবে না পিএসজিতে

বিশ্বকাপ জয়ের পর আজই প্রথম খেলতে নামছেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে আজ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলবে অঁজোর বিপক্ষে। তবে মেসির বিশ্বজয়ের উদযাপন করা হবে না পিএসজিতে।

মেসির বিশ্বকাপ জয়ের উদযাপন না করার তথ্য জানিয়েছে লা পেরিসিয়ান। ফরাসি সংবাদমাধ্যমের মতে, পার্ক দে প্রিন্সেসে মেসির ফিরে আসার পর তাঁর বিশ্বকাপ জয়ের উদযাপনের বিরোধিতা করেছে পিএসজি। পিএসজিতে ফেরার পর মেসিকে সতীর্থরা বেশ ঘটা করেই স্বাগত জানিয়েছিলেন। গত ৪ জানুয়ারি বিশ্বজয়ী এই ফুটবলারকে গার্ড অব অনার দিয়েছিলেন ক্লাবের সতীর্থ, কোচিং স্টাফ ও ট্রেনিং সেন্টার স্টাফরা স্বাগত জানাচ্ছেন।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক শেষে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছেন। দেড় বছরেরও বেশি সময়ে ৫৩ ম্যাচ খেলেছেন। করেছেন ২৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন। ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে খেলেছেন ১৯ ম্যাচ। ১২ গোলের সঙ্গে করেছেন ১৪ অ্যাসিস্ট।

কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বল জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরষ্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়