হোম > খেলা > ফুটবল

এক ছবিতেই বিয়ে ভাঙছে এই ইংলিশ ফুটবলারের

বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্‌যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্‌যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।

কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও। 

পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেল কক্ষে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্য পান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় সে ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে জন্য আমি দুঃখিত।’

এদিকে শুরুতে বাগ্‌দত্তা ক্যারোলকে ‘আহাম্মক’ দাবি করে বিয়ে না ভাঙার কথা বলেছিলেন মোকলো। তবে পরিস্থিতি এখন বদলে যাওয়ার পথে। ইতিমধ্যে ক্যারোলের ঘর ছেড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকতে শুরু করেছেন। সম্প্রতি বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটি ছাড়া দেখা গেছে মোকলোকে। 

প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, ‘আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি’। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব। 

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’

মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল কিংস, মুজাফ্ফরভের লাল কার্ড