বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।
কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও।
প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, ‘আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি’। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব।