ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগেই বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার বার্সার নারী দলের কাছেও পাত্তা পেল না রিয়াল। গত রাতে নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-২ গোলে হারিয়েছে বার্সার মেয়েরা।
এর আগে প্রথম লেগে বার্সা জিতেছিল ৩-১ গোলে।। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের ব্যবধানে সেমিফাইনালের টিকিট কাটল বার্সা। ন্যু-ক্যাম্পে রেকর্ডসংখ্যক দর্শক এই ম্যাচ উপভোগ করতে এসেছিল। ম্যাচ দেখতে ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিল ৯১ হাজার ৫৩৩ জন দর্শক।
মেয়েদের ক্লাব ফুটবল এক ম্যাচে এত বেশি দর্শক উপস্থিতি এর আগে দেখেনি। এর আগে মেয়েদের ক্লাব ফুটবলে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ৬০ হাজার ৭৩৯। প্রিয় দলের বড় জয়ে দর্শকদের অবশ্য পয়সা উশুল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে রিয়ালের জালে পাঁচবার বল জড়িয়েছে বার্সা। গোল পেয়েছেন পাঁচ ভিন্ন ফুটবলার।