হোম > খেলা > ফুটবল

মায়ামিতে প্রথমবার মাসসেরার পুরস্কার জিতলেন মেসি 

ইন্টার মায়ামির জার্সিতে সময়টা দারুণ কাটাচ্ছেন লিওনেল মেসি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাতেনাতে। মায়ামিতে প্রথমবার জিতলেন মাসসেরার পুরস্কার। 

মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি নিজেদের ওয়েবসাইটে গত রাতে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে ১টি করে গোল ও অ্যাসিস্ট তাঁর থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে। 

শুধু এপ্রিল মাসেই নয়, ইন্টার মায়ামির জার্সিতে এবার দুর্দান্ত খেলছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে মায়ামিতে এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন তিনি। ১১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে, যার মধ্যে ৯ গোল করে এমএলএসের চলতি মৌসুমে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন ক্রিস্টিয়ান বেন্টেকে ও ক্রিস্টিয়ান আরাঙ্গো। বেন্টেকে ও আরাঙ্গো খেলেন ডিসি ইউনাইটেড ও রিয়াল সল্টলেকের হয়ে। 

চলতি মৌসুমে মায়ামির দ্বিতীয় ফুটবলার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন মেসি। মেসির আগে এ বছরের মার্চে এই পুরস্কার জেতেন লুইস সুয়ারেজ। ক্যারিয়ারে ১০ বার মাসসেরার পুরস্কার পেয়েছেন মেসি। সবচেয়ে বেশি আটবার মাসসেরা হয়েছেন বার্সেলোনার জার্সিতে। ১টি করে মাসসেরার পুরস্কার জেতেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মায়ামির হয়ে।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া