হোম > খেলা > ফুটবল

‘এই ভুল মৃত্যুদণ্ডের মতো’

এক পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন, আরেক পেনাল্টিতে দলকে ডুবিয়েছেন হ্যারি কেইন। এতে ৫৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেস্তে গেছে ইংল্যান্ডের। পরে দলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি জানিয়েছেন, এটা মৃত্যুদণ্ডের পর্যায়ের মতো।

কোয়ার্টার ফাইনালে গতকাল ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড। তবে ম্যাচটির ফল অন্য রকম হওয়ার সুযোগ ছিল। দলকে দ্বিতীয়বার সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন কেইন। কিন্তু দ্বিতীয় পেনাল্টির শটটি বারের ওপর দিয়ে মারেন তিনি। দলের পরাজয়ের এ ব্যর্থতা নিজের কাঁধেই নিয়েছেন কেইন। তিনি বলেছেন, ‘আমি হতাশ, আমার ভুলে দল বিধ্বস্ত হয়েছে। আমাদের পূর্ণ বিশ্বাস ছিল, এই বিশ্বকাপে বিশেষ কিছু অর্জন করতে পারব। কিন্তু একটি ভুলে সব শেষ হয়ে গেছে। এটি মৃত্যুদণ্ডের মতো। অধিনায়ক হিসেবে পেনাল্টি মিসের দায় নিজের কাঁধে নিচ্ছি।’

ফ্রান্সের বিপক্ষে ভালো করবেন বলে ভেবেছিলেন কেইন। নিজের ভুলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দলকে নিয়ে গর্বিত তিনি। টটেনহামের তারকা বলেছেন, ‘ভেবেছিলাম, রাতে ভালো কিছু করার সুযোগ পাব এবং ম্যাচে তা করে দেখাব। এটি নিশ্চিতভাবেই আঘাত করবে, কিন্তু আমার দল ও আমরা যা করেছি, তার জন্য গর্বিত। কিছু সময়ের জন্য ব্যথাটা থাকবে। তবে আমাদের সবকিছু ভুলে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে।’ 

আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ১৭ মিনিটে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই চুয়ামেনিই ৫২ মিনিটে বুকায়ো সাকাকে বক্সে ফাউল করে পেনাল্টি পাইয়ে দেন ইংল্যান্ডকে। ৫৪ মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান কেইন। মাঝে অলিভিয়ের জিরুর গোলে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ৮৪ মিনিটে আবার পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার ম্যাসন মাউন্টকে বক্সে ফাউল করেন ফ্রান্স ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এবারের শটটিও নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এতে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ।

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’