হোম > খেলা > ফুটবল

বরখাস্ত হলেন রোনালদোদের কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে থাকা দল ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোদের এমন শোচনীয় হারের পর কোচ ওলে গুনার সুলশারের সঙ্গে বৈঠকে বসে ম্যানইউ কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বৈঠকের পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুলশারকে।

সুলশারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না ম্যানইউর। আন্তর্জাতিক বিরতির আগে সিটির কাছে ২-০ গোলে হেরেছিল ইউনাইটেড। বিরতির পর দলের পারফরম্যান্সের গ্রাফ আরও নিম্নমুখী। ওয়াটফোর্ডের বিপক্ষে গত রাতে তাদের মাঠে প্রথমার্ধে একেবারে বিবর্ণ ছিল রেড ডেভিলরা। বিরতির পর বদলি হিসেবে নামা ভ্যান ডি বেক ১ গোল শোধ করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি।

৬৯তম মিনিটে ম্যানইউর অধিনায়ক হ্যারি মাগুইরে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আবারও চাপে পড়ে অতিথিরা। শেষ দিকে যোগ করা সময়ে আরও দুইবার ম্যানইউর জালে বল জড়ায় স্বাগতিক ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচে ইউনাইটেডের এটি পঞ্চম হার। বাকি দুটির একটিতে জিতেছে, অন্যটিতে ড্র করেছে। দলের এমন বাজে পারফরম্যান্সে শেষ পর্যন্ত বরখাস্ত হলেন সুলশার। 

২০১৮ সালে ম্যানইউর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুলশার। এর আগে এই নরওয়েজিয়ান ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত দীর্ঘ ১১ বছর খেলেছেন এই ইংলিশ ক্লাবের হয়ে। পরে ২০০৮-২০১১ পর্যন্ত ম্যানইউর রিজার্ভ কোচের দায়িত্বেও ছিলেন। 

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া