হোম > খেলা > ফুটবল

৫ গোল করে ভাইরাল মেসির ছেলে 

গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে। 

বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে। 

মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি উদযাপনেও বাবা মেসির সঙ্গে মিল পাওয়া গেছে মাতেওর। একটা গোলের পর দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছে মাতেও। মেজ ছেলের এই উদযাপন (উড়ন্ত চুমু ছোড়া) বলতে গেলে পুরোপুরি মেসির মতোই। আর্জেন্টাইন তারকা ফুটবলারকেও এমন উদযাপন করতে দেখা যায় বারবার। 

মেসির ছেলেদের এমন দুর্দান্ত পারফরম্যান্স যে এবারই প্রথম ভাইরাল হয়েছে, ব্যাপারটা তা নয়। এ মাসের শুরুতে মেসির বড় ছেলে থিয়াগো দুর্দান্ত এক গোল করে জিতিয়েছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে। সেই ম্যাচটি ছিল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ।

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান