হোম > খেলা > ফুটবল

আয়াক্স ফুটবলারকে পিটিয়ে মারল পরিবার

২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার। 

ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে। 

এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’ 

লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’ 

পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ। 

লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে। 

১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী