হোম > খেলা > ফুটবল

পিছিয়ে গেল সাফ, তাহলে কবে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিছিয়ে গেল ১৫তম সাফ। ছবি: সংগৃহীত

এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফের ১৫তম আসর। তবে দক্ষিণ এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সময় পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়া সাফ হবে আগামী বছরে।

২০২৬ সালে সাফ হওয়ার কথা দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা (সাফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম-অ্যাওয়ে ভিত্তিতে এ বছর হওয়ার কথা ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। তবে সাফের সদস্য ও বিপণন প্রতিষ্ঠান স্পোর্টফাইভ মনে করেছে, সুন্দরমতো টুর্নামেন্টটি চালাতে আরও কিছু আয়োজন করতে হবে। সাফের সদস্য ও অংশীদার কোম্পানিগুলো যাতে টুর্নামেন্ট আয়োজনের পর্যাপ্ত সময় পায়, সেকারণে সূচি বদলে ২০২৬ সালে নেওয়া হয়েছে।

২০২৬ সাফ কোন সময়ে হবে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর কথা চিন্তা করেই সাফের সূচি নিয়ে চিন্তাভাবনা চলছে। এমনকি ২০২৬ সাফের ভেন্যুও নির্ধারিত হয়নি।

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ব্যস্ত সূচি রয়েছে এ বছর। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৯ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এরপর ১ থেকে ১১ জুলাই বাংলাদেশে হবে নারী অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে হবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে হবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ।

আরও পড়ুন:

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার