হোম > খেলা > ফুটবল

উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের আরও কাছে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। আজ ভোরে উরুগুয়ের মাঠ এস্তাদিও কাম্পেওন দেল সিগলোতে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে আলবিলিসেলেস্তেরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন আনহেল দি মারিয়া। এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। চোট সমস্যায় থাকায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে মাঠে নামেন দলের এই সেরা তারকা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল ছিল দি মারিয়াদের পায়ে। প্রথমার্ধের ৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন দি মারিয়া। ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক মেসির জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া পাওলো দিবালা পাস থেকে গোল করেন এই পিএসজি তারকা। এক উরুগুয়ে খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে বল বাড়ান দি মারিয়ার উদ্দেশ্যে। বল পেতেই বাঁ বায়ের দারুণ শটে গোল করেন তিনি। 
 
এই গোলটি শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়। প্রথমার্ধের বাকিটা সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সাফল্য পায়নি উরুগুয়ে। এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। আর্জেন্টাইনরা ব্যবধান বাড়াতে পারেনি। গোল শোধ করতে পারেনি উরুগুয়েও। এ জয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেতে আরও এক ধাপ এগিয়ে গেল স্কালোনির শিষ্যরা। 

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচ খেলা আর্জেন্টিনা এখনো অপরাজিত। ৮ জয় আর ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দুইবারের চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৪। ১২ ম্যাচের ১১ টিতেই জিতেছে সেলেসাওরা। ১৩ ম্যাচের চারটিতে জয়, চারটিতে হার আর পাঁচ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ১৬। 

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস