হোম > খেলা > ফুটবল

ফার্নান্দেজের যে গোলেই এগিয়ে গেল আর্জেন্টিনা

মেক্সিকোর বিপক্ষে গতকাল লুসাইলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই, কিন্তু তখনো আর্জেন্টাইন সমর্থকদের মনে দুশ্চিন্তা কাজ করছিল। কেননা, ম্যাচটা ড্র করতে মেক্সিকোর জন্য তা এক গোলেরই তো ব্যাপার। তবে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে অনেকটা ভারমুক্ত করলেন এনজো ফার্নান্দেজ।

৬৪ মিনিটে লিওনেল মেসির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন ফার্নান্দেজ। যিনি ৫৭ মিনিটে নেমেছিলেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে। ৮৭ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে ফার্নান্দেজকে বল বাড়ান মেসি। বক্সের একটু ভেতর থেকে বাঁকানো এক শটে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ। এই ২-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফার্নান্দেজ। বিশ্বকাপে দ্বিতীয় কনিষ্ঠতম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল করেন ফার্নান্দেজ। লুসাইলে গতকাল আর্জেন্টাইন এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ২১ বছর ৩১৩ দিন। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩। ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আকাশি-নীলরা। আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মেসিরা।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক