হোম > খেলা > ফুটবল

সেই ‘শত্রু’দের সঙ্গেই এখন মেসির বসবাস

লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর মাঠের বাইরের সব আনুষ্ঠানিকতা শেষ। মাঠের লড়াইয়ে নামার আগে কাল অনুশীলনে পুরোনো ‘শত্রু’ সার্জিও রামোসদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। একসঙ্গে শুধু অনুশীলনই নয় মেসিকে নিজের বাসাতে থাকার প্রস্তাবও দিয়েছেন রামোস। 

পিএসজির প্রথম অনুশীলনে কাল সাবেক ক্লাব প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস, জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়াদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন মেসি। মেসির অনুশীলনের বেশ কিছু ছবি ও ভিডিও অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে পিএসজি।

ভিডিওতে দেখা যায় মাঠের অনুশীলনে নামার আগে মেসিকে স্বাগত জানান সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, কেইলর নাভাস, নেইমার ও রামোসরা। ভিডিওতে জিমে রামোসের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে কথা বলতেও দেখা যায়। পরে অনুশীলনে নেইমার, দি মারিয়াদের সঙ্গে বল নিয়ে কিছুক্ষণ কারিকুরি করেন। অনুশীলনের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল ডি মারিয়ার সঙ্গেও। গত মাসে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। 

লিগ ওয়ানে গত ৮ তারিখ ট্রয়েসের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। আগামী রোববার ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই হয়তো মেসিকে পিএসজির জার্সি গায়ে খেলতে দেখা যাবে! 

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা