হোম > খেলা > ফুটবল

নেইমারের কারণে বরখাস্ত হতে পারেন কোচ 

আলোচনায় নিজেকে রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, তাঁকে নিয়ে কথাবার্তা হবেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কারণে ক্লাব ফুটবলের এক কোচের চাকরি চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। 

চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে আল হিলাল। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা। এমন অবস্থায় আল হিলাল কোচ হোর্হে জেসুসের নিশ্চিন্তই থাকার কথা। তবে কোচের চিন্তা বাড়িয়েছেন নেইমার। স্পেনের ওয়েবসাইট এসআর দেপোর্তিস জানিয়েছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে। নেইমার আল হিলালে এসে এরই মধ্যে ৩ ম্যাচ খেলে ফেলেছেন। ২ গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোল তিনি করতে পারেননি। যার মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি। 

এর আগে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) প্রায় ছয় বছর খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে এ বছরই। চোটে পড়ে খেলতে পারেননি ২০২২-২৩ মৌসুমের অর্ধেকেরও বেশি সময়। যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রল। এমনকি ক্লাবটির সমর্থকগোষ্ঠী তার বাড়ি ঘেরাও করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে থাকার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন তিনি। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই