হোম > খেলা > ফুটবল

যে গোল করে মেসিদের আনন্দ দ্বিগুণ করেছেন তিনি

সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার এই দুই ম্যাচে প্রথম একাদশেই রাখা হয়নি হুলিয়ান আলভারেজকে। বদলি হিসেবে নেমেও কোনো গোল করতে পারেননি আলভারেজ। তবে ৯৭৪ স্টেডিয়ামে  পোল্যান্ডের বিপক্ষে গতকাল বাঁচা  প্রথম একাদশে ছিলেন। দুর্দান্ত এক গোল করে পোল্যান্ডের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

পোল্যান্ডের বিপক্ষে গতকাল ম্যাচের ৪৬ মিনিটের সময় ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৬৭ মিনিটের সময় আসে সেই জাদুকরী মুহূর্ত। এনজো ফার্নান্দেজের পাস থেকে বল রিসিভ করেন আলভারেজ। পোলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডান পায়ের জাদুতে চোখ ধাঁধানো গোল করেন আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোলেই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। এই ২-০ গোলেই পোলিশদের ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন আলভারেজ। করেছেন ৪ গোল, তবে কোনো অ্যাসিস্ট নেই তাঁর। গতকাল পোলিশদের বিপক্ষে গোলটিই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের প্রথম গোল।

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপরই ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। মেক্সিকো ও পোল্যান্ড-দুটো দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় আলবিসেলেস্তেরা। আগামী ৩ ডিসেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 
 

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই