হোম > খেলা > ফুটবল

লিফট দুর্ঘটনায় প্রবাসী শ্রমিকের মৃত্যুতে ফিফার শোক

কাতারে চলছে এখন ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মত্ত পুরো বিশ্ব। এরই মধ্যে কাতারে লিফট দুর্ঘটনায় মারা গেলেন এক প্রবাসী শ্রমিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যালেক্স নামের প্রবাসী শ্রমিক সি-লাইন বিচ রিসোর্টে কাজ করতেন। লিফটে কাজ করার সময় হাঁটাচলা করতে গিয়ে স্লিপ কাটেন তিনি। এরপর কংক্রিটের সঙ্গে তার মাথা থেঁতলে যায়। তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন তিনি। মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাকবলিত শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘এমন দুর্ঘটনায় ফিফা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, সব সময়ই আছে।  যখনই ফিফা দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছে, তখনই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার পরে ফিফা এরপর মন্তব্য করবে।’

কাতারি সরকার এখন এই দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এক বিবৃতিতে কাতারের এক অফিশিয়াল বলেন, ‘যদি তদন্তে দেখা যায়, সেফটি প্রটোকল মেনে চলা হয়নি, তাহলে কোম্পানিকে আইনের আওতায় আনা হবে এবং জরিমানা করা হবে।’

২০ নভেম্বর থেকে শুরু হওয়া ২২তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ১৮ ডিসেম্বর লুসাইলে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’