হোম > খেলা > ফুটবল

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, বলছেন গালতিয়ের

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, প্রতি ম্যাচেই যেন দ্যুতি ছড়াচ্ছেন লিওনেল মেসি। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন তিনি। মেসিকে নিয়ে তাই প্রশংসা ঝরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ ক্রিস্টফ গালতিয়েরের কণ্ঠে। গালতিয়েরের মতে, সর্বকালের সেরা খেলোয়াড় মেসি।

গতকাল ফ্রাংকোইস কোতি স্টেডিয়ামে অ্যাজাসিওর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। ৩টি গোলেই অবদান রেখেছেন মেসি। একটি করেছেন এবং দুটি করিয়েছেন। ২৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দলের প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ৭৮ মিনিটে অ্যাজাসিও গোলরক্ষক বেনজামিন লিরয়কে বোকা বানিয়ে দারুণ গোল করেন মেসি। আর ৮২ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে গালতিয়ের বলেন, ‘সমর্থকেরা লিওর খেলা দেখতেই স্টেডিয়ামে আসে। সে (মেসি) সর্বকালের সেরা খেলোয়াড়। সে অন্যদের সঙ্গে খেলতে পছন্দ করে। সে নিঃস্বার্থ একজন খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটা দারুণ করেছে।’

ক্লাব ফুটবলে মেসিও আছেন ৭০০ গোলের কাছাকাছি। ৮২৭ ম্যাচে করেছেন ৬৯২ গোল। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। আর পিএসজির জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন ২০ গোল।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি