হোম > খেলা > ফুটবল

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, বলছেন গালতিয়ের

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, প্রতি ম্যাচেই যেন দ্যুতি ছড়াচ্ছেন লিওনেল মেসি। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন তিনি। মেসিকে নিয়ে তাই প্রশংসা ঝরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ ক্রিস্টফ গালতিয়েরের কণ্ঠে। গালতিয়েরের মতে, সর্বকালের সেরা খেলোয়াড় মেসি।

গতকাল ফ্রাংকোইস কোতি স্টেডিয়ামে অ্যাজাসিওর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। ৩টি গোলেই অবদান রেখেছেন মেসি। একটি করেছেন এবং দুটি করিয়েছেন। ২৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দলের প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ৭৮ মিনিটে অ্যাজাসিও গোলরক্ষক বেনজামিন লিরয়কে বোকা বানিয়ে দারুণ গোল করেন মেসি। আর ৮২ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে গালতিয়ের বলেন, ‘সমর্থকেরা লিওর খেলা দেখতেই স্টেডিয়ামে আসে। সে (মেসি) সর্বকালের সেরা খেলোয়াড়। সে অন্যদের সঙ্গে খেলতে পছন্দ করে। সে নিঃস্বার্থ একজন খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটা দারুণ করেছে।’

ক্লাব ফুটবলে মেসিও আছেন ৭০০ গোলের কাছাকাছি। ৮২৭ ম্যাচে করেছেন ৬৯২ গোল। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। আর পিএসজির জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন ২০ গোল।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র