হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগের অভিযোগের সিদ্ধান্তে অবাক ম্যান সিটি 

আর্থিক অসঙ্গতির দায়ে ম্যানচেস্টার সিটিকে অভিযুক্ত করল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। 

একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙার যে অভিযোগ করা হয়েছে, তাতে ম্যানচেস্টার সিটি অবাক হয়েছে। বিশেষ করে ইপিএল আর্থিক অসঙ্গতির ব্যাপারে যে অভিযোগ করেছে। এই বিষয়ে একটি স্বাধীন কমিশনের রিভিউকে ক্লাব স্বাগত জানাচ্ছে। আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি। 

আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া