রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট।
বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।