হোম > খেলা > ফুটবল

ছিটকে গেলেন বেলিংহাম, রিয়াল মাদ্রিদকে নিয়ে আবেগঘন পোস্ট

রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট। 

বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’

ঠিক কত দিনের জন্য বেলিংহাম ছিটকে গেলেন, সে বিষয়ে কিছুই জানায়নি রিয়াল। এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (আগামীকাল), লাস পালমাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগেও দুই ম্যাচে পাওয়া যাবে না বেলিংহামকে। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। 

 ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া