হোম > খেলা > ফুটবল

কানাডা কোচকে নিষিদ্ধ করল ফিফা, ২ কোটি টাকা জরিমানা

প্যারিস অলিম্পিক শুরুর আগেই ড্রোন কাণ্ড নিয়ে সমালোচিত কানাডা নারী ফুটবল দল। দলটির কোচ বেভ প্রিস্টম্যান এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। এবার প্রিস্টম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। 

ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক গত রাতে প্রিস্টম্যানকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা কোচ। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। নিষিদ্ধ, জরিমানার শাস্তি দেওয়ার পাশাপাশি কানাডা অলিম্পিক দলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ফিফার নিয়মনীতি মানতে ব্যর্থ হয়েছে। অপরাধমূলক আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙার কারণে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনা সিএসএ নারী দলের ড্রোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’ 

সিএসএ’র প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’ 

কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের।  নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ