হোম > খেলা > ফুটবল

ম্যানইউ ছাড়ার পথ খুঁজছেন রোনালদো!

জুভেন্টাসে সাফল্য না পাওয়ার হতাশা কাটাতে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ে উঠতে পারছে না রোনালদোর দল ম্যানইউ। শঙ্কায় আছে মৌসুম শেষে সেরা চারে থাকা নিয়েও। এমন পরিস্থিতিতে মৌসুম শেষে রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। 

এর মধ্যে সুপার এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে নাকি নিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠকেও বসেছেন রোনালদো। কোচ রালফ রাংনিকের অধীনে ম্যানইউর বর্তমান খেলার ধরন নিয়ে খুশি নন রোনালদো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানকে এক সূত্র জানিয়েছে, ‘ম্যানইউতে যা ঘটছে তা নিয়ে রোনালদো বেশ উদ্বিগ্ন। দল এখন বেশ সমালোচনার মুখে আছে। এখানে অনেক সমস্যা আছে, যা নিয়ে রোনালদো বেশ চাপেও আছে।’ 

তবে রোনালদো চান ম্যানইউতে তাঁর হাত ধরে সাফল্য আসুক। তবে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না তিনি। সেই সূত্র বলে, ‘সে মনেপ্রাণে চায় ম্যানইউতে তার আসা সফলতা পাক। কিন্তু সে এটাও বুঝতে পেরেছে যে, এই দল নিয়ে শিরোপা জেতা কঠিন এক সংগ্রামের কাজ হবে।’ 

মেন্ডেস ও রোনালদোর বৈঠক নিয়ে সেই সূত্র আরও বলে, ‘হোর্হে তার সঙ্গে দেখা করতে এসেছিল। বর্তমান পরিস্থিতিতে কিছু সমস্যা ও সেগুলো কীভাবে সমাধান করা যায় নিয়ে তারা কিছু সময় আলাপ করেছে। এই মুহূর্তে কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া