হোম > খেলা > ফুটবল

মেসির অভিষেক হওয়া স্টেডিয়ামেই নতুন মৌসুমে খেলবে বার্সা

বার্সেলোনার ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়ে গেছে। হেতাফের বিপক্ষে গত রোববার লা লিগায় মুখোমুখি হয় বার্সা। স্টেডিয়ামটি ছিল কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম, যা বার্সার জন্য অ্যাওয়ে স্টেডিয়াম। আজ স্বাগতিক হিসেবে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। 

লা লিগায় আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ কাদিজ। তবে স্বাগতিক হিসেবে ক্যাম্প ন্যুতে খেলা হচ্ছে না বার্সার। ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। জাভি হার্নান্দেজের দল এবার স্বাগতিক হিসেবে খেলবে অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে। এই মাঠে বার্সার হয়ে লা লিগায় অভিষেক হয়েছিল লিওনেল মেসির। ২০০৪-এর ১৬ অক্টোবর এসপানিওলের বিপক্ষে সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। ডেকোর বদলি হিসেবে অভিষেক হয়েছিল মেসির। কাতালান ডার্বিতে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছিল বার্সা। 

অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে একসঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন ৫৪ হাজার ৩৬৭ জন। দর্শক ধারণক্ষমতায় স্পেনের মধ্যে ষষ্ঠ বৃহত্তম আর কাতালোনিয়া এলাকার মধ্যে তা দ্বিতীয় বৃহত্তম। মন্তজুইকে অ্যানেলা অলিম্পিকা পার্কের কাছে অবস্থিত এই স্টেডিয়াম। ব্যক্তিগত গাড়ি নিয়ে খেলা দেখতে গেলে ফিরা গ্র্যান ভিয়া এরিয়ায় পার্ক করতে হবে গাড়ি। পার্কিং এরিয়া ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করতে স্থানীয় পুলিশ অনুমতি দেবে না। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে হলে টিকিটে ‘অ্যাক্সেস’, ‘পোর্তা’ ও ‘বোকা’—এই লেখাগুলো থাকতে হবে।

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু