হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ কোচের রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রূপের শিকার বাফুফে

ক্রীড়া ডেস্ক    

হাভিয়ের কাবরেরার রেকর্ড নিয়ে পোস্ট করেছে বাফুফে। ছবি: বাফুফের ফেসবুক পেজ

হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’

শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।

ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই