হোম > খেলা > ফুটবল

প্রিয় ক্লাবে আনা হয়েছে পেলের শবদেহ

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত পেলের মৃত্যুর পেরিয়ে গেছে চার দিন। আজ সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে হবে পেলের শেষকৃত্য। ব্রাজিলিয়ান কিংবদন্তির নিথর দেহ আনা হয়েছে তাঁর প্রিয় ক্লাবে। 

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে গত ২৯ ডিসেম্বর মারা যান পেলে। সেই আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের মৃতদেহ আনা হয়েছে সান্তোসে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান। চলবে কাল সকাল ১০টা পর্যন্ত। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছর বয়সী মা। এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় পেলেকে সমাধিস্থ করা হবে।

পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে মোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১ দশমিক ৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থলটি তৈরি করা হয়। 

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। 

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন