হোম > খেলা > ফুটবল

মেসির চোখে আর্জেন্টিনা ‘পাওয়ারহাউজ’ এবং ব্রাজিল ফেভারিট

আর্জেন্টিনা এরই মধ্যে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। আর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ব্রাজিল ও আর্জেন্টিনার তুলনা করতে গিয়ে লিওনেল মেসি মনে করেন, আর্জেন্টিনা ‘পাওয়ারহাউজ’ এবং ব্রাজিল ফেভরিট। 

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করা মেসিরা এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মেক্সিকো ও পোল্যান্ড দুটো দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।  আর গত পরশু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে আকাশী-নীলরা চলে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা অন্যতম প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা হচ্ছে পাওয়ারহাউজ এবং সেরা দল।’ 

অন্যদিকে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সেলেসাওরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু ব্রাজিলকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ব্রাজিল ভালো খেলছে, যদিও তারা ক্যামেরুনের বিপক্ষে হেরেছে। তারা অন্যতম ফেভারিট এক দল।’  

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই