হোম > খেলা > ফুটবল

এক হোটেলে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবেন মেসি-নেইমার-রোনালদোরা 

কাতারে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হবে। এবারের বিশ্বকাপে বেশ কিছু নতুনত্ব দেখা যাবে। মেসি-নেইমার-রোনালদোরা কথা মাথায় রেখে কর্তৃপক্ষ বিশেষ এক উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপে প্রথমবারের মতো দলগুলো এক হোটেলে থেকেই আসর শেষ করবে। গত মঙ্গলবার ফিফা আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছে। 

বিশ্বকাপের মূল আকর্ষণ খেলোয়াড়েরা। তাঁরা যেন শারীরিক ও মানসিক চাপে না ভোগেন সেই ব্যবস্থা করেছে কাতার বিশ্বকাপ কর্তৃপক্ষ। ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ বলেছেন, ‘টুর্নামেন্টের সময় ফুটবলাররা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন। তাতে বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।’ 

মূলত বিশ্বকাপের সব ম্যাচ হবে দেশটির রাজধানী দোহাকে কেন্দ্র করে। এ কারণে একটি নির্দিষ্ট হোটেলে ক্যাম্প বানিয়ে নিতে পারবে দলগুলো। এতে ফুটবলারদের আর ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তাঁরা খেলায় মনোযোগ দেওয়ার জন্য বাড়তি সময়ও পাবেন। বিশেষ এই আবাসন সুবিধাতে রাজধানীর ১০ কিলোমিটারের মধ্যেই অবস্থান করবে বিশ্বকাপের ৩২ টি দল।

বিশ্বকাপ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন কাকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘সব দল একে অপরের কাছাকাছি থাকতে পারবে। এতে নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে পারবে। আর দর্শকরাও দেশগুলোর সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে বেশি বেশি জানতে পারবে।’

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ