হোম > খেলা > ফুটবল

ফুটবলার নাজমুল যাবেন ব্রাজিলে, আনন্দে কাঁদলেন মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।

অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।

নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।

নাজমুলের এই  সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ