হোম > খেলা > ফুটবল

বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি 

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের বিশ্ব আসর। এর মধ্যে ইউরোপীয় সংবাদমাধ্যম জানাচ্ছে,বদলে যেতে পারে বিশ্বকাপের সূচি।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে অবশ্য বলছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে যেন স্বাগতিক কাতার মাঠে থাকে সেটি নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  নতুন সূচি কার্যকর হলে কাতার বিশ্বকাপ শুরুর তারিখ এগিয়ে আসতে পারে ১ দিন। অর্থাৎ, ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে কাতারের আবেদন করেছে কাতার।  

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। এ রীতি ধরে  রাখতেই এখন বিশ্বকাপের সূচি এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। কারণ বর্তমান সূচি অনুযায়ী স্বাগতিক কাতারের আগে রাখা হয়েছে অন্য দুইটি ম্যাচ।

স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটা নতুন সূচিতে এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। সেটা হলে কাতার আগামী ২০ নভেম্বর মুখোমুখি হবে ইকুয়েডরের। ঐদিন একটি ম্যাচই হবে। আর ২১ তারিখের বাকি তিনটি ম্যাচ বর্তমান সূচি অনুযায়ীই হবে। কোনো কিছুই অবশ্য এখনো নিশ্চিত নয়। ফিফার কাছে কাতারের এই আবেদন এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী