হোম > খেলা > ফুটবল

ভিনিসিউসকে সবাই অসম্মান করে, বলছেন আনচেলত্তি

ভিনিসিউর জুনিয়র খেলতে নামলেই অসম্মানের শিকার হবেন-এটা যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের বর্ণবাদী কটুক্তি তো আছেই, এমনকি বিপক্ষ দলের খেলোয়াড়েরাও তার সঙ্গে বাজে আচরণ করেন। ভিনিসিউসের প্রতি এমন বিরূপ আচরণে অসন্তুষ্ট কার্লোস আনচেলত্তি। 

স্যান মিমিস বারিয়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় গতকাল রিয়াল মাদ্রিদ খেলেছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এই ম্যাচে ভিনিসিউসকে ছয়বার ফাউল করা হয়েছিল তবে রেফারি বিলবাওয়ের কাউকে কার্ড দেখাননি। এমনকি পুরো ৯০ মিনিটও খেলতে পারেননি ভিনিসিউস। ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গারকে আনচেলত্তি ৮৩ মিনিটের সময় উঠিয়ে নেন আনচেলত্তি। 

ভিনিসিউসের প্রতি বাজে আচরণে অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘ভিনিসিউস দারুণ খেলোয়াড় এবং খুবই ভদ্র একজন মানুষ। সত্যি বলতে যে সবাই তাকে অসম্মান করে। প্রতিপক্ষ, রেফারি এবং বিপক্ষ দলের ভক্তরা। আমরা চাই সবাই তাকে সম্মান দিক।’ 

গতকাল বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪ মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্টে গোল করেন করিম বেনজেমা। আর ৯০ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন টনি ক্রুস। এই জয়ে লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছল রিয়াল। ১৭ ম্যাচ খেলে ৪১ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৪।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল