হোম > খেলা > ফুটবল

ভিনিসিউসকে সবাই অসম্মান করে, বলছেন আনচেলত্তি

ভিনিসিউর জুনিয়র খেলতে নামলেই অসম্মানের শিকার হবেন-এটা যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের বর্ণবাদী কটুক্তি তো আছেই, এমনকি বিপক্ষ দলের খেলোয়াড়েরাও তার সঙ্গে বাজে আচরণ করেন। ভিনিসিউসের প্রতি এমন বিরূপ আচরণে অসন্তুষ্ট কার্লোস আনচেলত্তি। 

স্যান মিমিস বারিয়া স্টেডিয়ামে গতকাল লা লিগায় গতকাল রিয়াল মাদ্রিদ খেলেছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এই ম্যাচে ভিনিসিউসকে ছয়বার ফাউল করা হয়েছিল তবে রেফারি বিলবাওয়ের কাউকে কার্ড দেখাননি। এমনকি পুরো ৯০ মিনিটও খেলতে পারেননি ভিনিসিউস। ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গারকে আনচেলত্তি ৮৩ মিনিটের সময় উঠিয়ে নেন আনচেলত্তি। 

ভিনিসিউসের প্রতি বাজে আচরণে অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘ভিনিসিউস দারুণ খেলোয়াড় এবং খুবই ভদ্র একজন মানুষ। সত্যি বলতে যে সবাই তাকে অসম্মান করে। প্রতিপক্ষ, রেফারি এবং বিপক্ষ দলের ভক্তরা। আমরা চাই সবাই তাকে সম্মান দিক।’ 

গতকাল বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪ মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্টে গোল করেন করিম বেনজেমা। আর ৯০ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন টনি ক্রুস। এই জয়ে লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছল রিয়াল। ১৭ ম্যাচ খেলে ৪১ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৪।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ