হোম > খেলা > ফুটবল

কাতার বিশ্বকাপে ফিফার কিছু নতুন নিয়ম 

করোনায় বদলে যাওয়া পৃথিবীতে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। বাদ যাচ্ছে না ফুটবলও। কাতার বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের ওপর ধকল কমাতে স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে।  ২৩ জনের পরিবর্তে সর্বোচ্চ ২৬ ফুটবলার নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে দলগুলো। 

প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত দেশগুলো। ২০২১  ইউরোতে সেই নিয়মে পরিবর্তন আনে উয়েফা। কাতার বিশ্বকাপে ফিফাও হাঁটছে সেই পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।

কাতার বিশ্বকাপে খেলোয়াড়দের কথা মাথায় রেখে কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সারা বছর ধরেই অত্যধিক গরম থাকে। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাই স্টেডিয়ামগুলোতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আর এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।

একনজরে  ফিফা ব্যুরোর নেওয়া সেই সিদ্ধান্তগুলো—

১) প্রাথমিক তালিকায় ৩৫ জনের পরিবর্তে  ৫৫ জন ফুটবলার রাখা যাবে।

২) চূড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩ ফুটবলার  আর সর্বোচ্চ ২৬ ফুটবলার থাকতে পারবেন।

৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাঁদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।

৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা—তাঁদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’