হোম > খেলা > ফুটবল

কেন-আরনল্ড ব্রাজিলের একাদশে সুযোগ পাওয়ার মতো ফুটবলার, বলছেন কার্লোস

আগামী রোববার শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। শিরোপা জয়ের লক্ষ্যে ইংল্যান্ডও তাদের সেরা স্কোয়াড দিয়েছে। এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে খেলবে ইংল্যান্ড। কাতারে পৌঁছে ইতিমধ্যে দলটির ফুটবলাররা অনুশীলনও শুরু করে দিয়েছে। 

দল ঘোষণার পর অনেক ফুটবল বোদ্ধাও মনে করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ের সম্ভাবনা আছে অনেক। তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে দুর্দান্ত এক দল সাজিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। অনেকের কাছে ইংল্যান্ড টুর্নামেন্টের ফেবারিট হলেও রবার্তো কার্লোসের কাছে একটু বাড়াবাড়িই মনে হচ্ছে। তা না হলে ব্রাজিল কিংবদন্তি দলটির স্কোয়াড নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করবেন কেন। দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের মতে, ইংল্যান্ডের মাত্র দুজন ফুটবলার ব্রাজিলের একাদশে খেলার মতো।

সম্প্রতি ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কার্লোস। ব্রাজিলের একাদশে খেলার যোগ্যতা শুধু আলেক্সজেন্ডার আরনল্ড ও কেনের আছে। তিনি বলেছেন,‘ আরনল্ডকে রাখতে হবে। কারন সে সেরাদের মধ্যে একজন। কেনও একজন দুর্দান্ত ফুটবলার। তোমার একটা ভালো দল আছে। সেটা শুধু নামের ক্ষেত্রে নয়, এমন খেলোয়াড়দের ক্ষেত্রে হতে হবে যারা ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং বিশ্বকাপে খেলতে প্রস্তুত বা ব্রাজিল জাতীয় দলের হয়ে। ইংল্যান্ডের আরও অনেক মানসম্মত ফুটবলার আছে। কিন্তু আমি এই দুজনের কথাই বলব।’

নিজ দেশের বিশ্বকাপ জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী কার্লোস। সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি বলেছেন,‘ ব্রাজিল ফুটবলারদের বোঝা উচিত মানুষকে খুশি রাখার, দুর্দান্ত বিশ্বকাপ উপভোগ করার, মজা করার ও দেশে দুর্দান্ত আনন্দ আনার একমাত্র উপায় হচ্ছে বিশ্বকাপ জয়। আমরা অনেকদিন ধরেই বিশ্বকাপ জিতি না। এখন ট্রফি জেতার সময়। ব্রাজিল ফুটবলের জন্য খুবই বিশেষ মুহূর্ত।’

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক