হোম > খেলা > ফুটবল

বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে খেলবেন না লুকাকু

চোট নিয়েই রোমেলু লুকাকুকে বিশ্বকাপের দলে রেখেছে বেলজিয়াম। দলে রাখলেও তাঁকে একাদশে পাওয়া নিয়ে রয়েছে সন্দেহ। সন্দেহর প্রথম প্রমাণ মিলেছে আজ। ফিট না হওয়ায় প্রথম দুই ম্যাচে তাঁকে পাবে না বেলজিয়াম। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি দলটি। 

কাতারে গত শুক্রবার পৌঁছেছে বেলজিয়াম। বিশ্বকাপের দেশে পৌঁছে ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে দলটি। তবে দলীয় অনুশীলনে যোগ দেননি দেশটির সেরা স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এ কারণেই কানাডা ও মরক্কোর ম্যাচে খেলতে পারবেন না এই ইন্টার মিলান তারকা। তবে গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে খেলতে দেখা যেতে পারে। 

গত ১৮ মাস ধরেই চোটের সঙ্গে লড়ছেন লুকাকু। এ জন্য তাঁর পারফরম্যান্সে পড়েছিল ভাটা। তাই চেলসি বাধ্য হয়েই তাঁকে ধারে পাঠিয়েছে ইন্টার মিলানে। এ মৌসুমে সিরি আ’র ক্লাবটির হয়েও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। এত কিছুর পরেও তাঁকে বিশ্বকাপের দলে রেখেছেন রবার্তো মার্তিনেজ। 

বেলজিয়ামের সর্বোচ্চ গোল স্কোরার লুকাকু। ১০২ ম্যাচ ৬৮ গোল করেছেন তিনি। আজ কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলেও ২৪ নভেম্বর, কানাডার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন