হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কাছে পরাজয়ের পর পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গতকাল ৪-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই দলটি তাদের কোচকে হারিয়েছে। এশিয়ার দলটির হয়ে আর ডাগআউটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন পাওলো বেন্তো।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বেন্তো। পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে হুট করেই নেননি, তা জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। তিনি বলেছেন, ‘এইমাত্র খেলোয়াড় ও দলটির ফুটবল ফেডারেশনের সভাপতিকে বিষয়টি জানালাম। পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সেপ্টেম্বরে নিয়েছি। এটি আগেই ঠিক করা ছিল। আজ নিশ্চিত করলাম। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং কোরিয়ার কোচ হওয়ার সুযোগ পেয়ে গর্বিত।’ 

কিছুদিন অবসর সময় কাটাবেন বলে জানিয়েছেন বেন্তো। আর ভবিষ্যৎ সম্পর্কে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘এখন আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে আমি আর কোরিয়ার সঙ্গে থাকছি না। আমি কিছুদিন বিশ্রাম নেব। এরপর ভবিষ্যতের চিন্তা করব।’ 

২০১৮ সালের আগস্টে শিন তায়ে-ইয়ংয়ের স্থলাভিষিক্ত হন বেন্তো। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার তাঁর নেতৃত্বে শেষ ষোলোয় খেলার সুযোগ পেয়েছে কোরিয়া। দক্ষিণ এশিয়ার দলটির আগে ২০১৪ সালের বিশ্বকাপে পর্তুগালের ডাগআউটেও ছিলেন তিনি।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র