হোম > খেলা > ফুটবল

হ্যাটট্রিকে জন্মদিন রাঙালেন মেসি 

লিওনেল মেসির কাছে এবারের জন্মদিনটা ছিল বিশেষ কিছু। বিশ্বকাপ জয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। বিশেষ এই জন্মদিন আর্জেন্টাইন তারকা ফুটবলার স্মরণীয় করে রেখেছেন হ্যাটট্রিক করে।

গতকাল ৩৬ পূর্ণ করেছেন মেসি। ৩৬তম জন্মদিন উদ্‌যাপন করতে মেসি চলে যান জন্মস্থান রোজারিওতে। প্রথম ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে তাঁকে দারুণভাবে স্বাগত জানানো হয়। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে গতকাল এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। প্রদর্শনী ম্যাচ হলেও এই ম্যাচের ছিল অন্যরকম আবহ। মেসির ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্সি রদ্রিগেজের ছিল বিদায়ী ম্যাচ। রদ্রিগেজ খেলেছেন নিওয়েলসের হয়ে আর মেসি খেলেছেন আর্জেন্টিনার হয়ে।

এই প্রদর্শনী ম্যাচেও দুর্দান্ত খেলেছেন মেসি। দারুণ এক ফ্রিকিকে ৪ মিনিটে গোল করেন তিনি। কিছুক্ষণ পর নিওয়েলস গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন তিনি। আর ৪৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। লিয়ান্দ্রো পারেদেসের থেকে পাস রিসিভ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলার বাঁ পায়ের জাদুতে করেন তাঁর তৃতীয় গোল। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা প্রথমার্ধেই ৪-২ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচ নিওয়েলস জিতেছে ৭-৫ গোলে।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’