হোম > খেলা > ফুটবল

এই ‘পাঁচ’ শুধু মেসি-রোনালদোর

নিজেদের শেষ ফুটবল বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সবুজ গালিচায় পা পড়লেই বিভিন্ন রেকর্ড ঘিরে ধরে তাঁদের। চলতি বিশ্বকাপেও ভিন্ন দুটি রেকর্ড গড়েছেন দুই কিংবদন্তি, যে রেকর্ড আর কোনো ফুটবলারের নেই। 

বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মেসি একটি গোল করেছেন এবং আরেকটি গোল তাঁর পাস থেকে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ করেছেন। ওই ম্যাচে এলএম-টেন স্পর্শ করেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করা ডিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে দুই কিংবদন্তিরই সমান ৮ গোল করে। 

তবে গোল করে নয়, বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ফিফা জানিয়েছে, একমাত্র ফুটবলার মেসি, যিনি টানা পাঁচ বিশ্বকাপ প্রতিযোগিতায় গোলের অ্যাসিস্ট করেছেন। 

পর্তুগিজ সুপারস্টার রোনালদোও বিশ্বকাপে ৮টি গোল করেছেন। এ জন্য মেসি খেলেছেন ২১ ম্যাচ আর সিআর-সেভেনের লেগেছে ১৯ ম্যাচ। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। এতে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন পর্তুগাল ফরোয়ার্ড। 

ফিফা জানিয়েছে, পাঁচ বিশ্বকাপে টানা গোল করা একমাত্র ফুটবলার রোনালদো। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা এই ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে বসবাস করছি!’

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়