হোম > খেলা > ফুটবল

কোনো রকম হস্তক্ষেপ চায় না বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের দেশের উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), নিয়মিত বাংলাদেশের খোঁজখবর রাখছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

বাফুফেতে পরিবর্তন আনতে হলে সেটা ফিফার নিয়ম মেনেই করতে হবে। গতকাল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফিফার আঞ্চলিক ম্যানেজার যাঁরা আছেন, তাঁরা সব সময় খোঁজখবর রাখছেন। কী হচ্ছে বাংলাদেশে, নিউজ, আর্টিকেলে তাঁরা দেখছেন। প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন। আমাকে জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে কি না। সবকিছু মিলিয়েই ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে।’ 

নিয়মিত বাফুফের সামনে বিক্ষোভ করছে একটি সমর্থক গোষ্ঠী। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপে বাফুফে নিষিদ্ধ হতে পারে, সেটিও মনে করিয়ে দিয়েছেন তুষার, ‘কোনো কারণে বাফুফে নিষিদ্ধ হলে খেলোয়াড়দের ক্ষতি হবে। সমর্থকদের বলেছি, ফুটবলে যেন কোনো ক্ষতি না হয়। ফুটবলকে তারা ভালোবাসে বলেই এখানে এসেছে। তবে কোনো রকম হস্তক্ষেপ যেন না আসে। বাফুফেকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কোনো দাবি থাকলে তারা নির্বাচনে আসুক, গণতান্ত্রিকভাবে হোক সবকিছু।’ 

এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নারী ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছে বাফুফে। তবে চার নারী ফুটবলার সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা আজ সকালে যাচ্ছেন ভুটান। রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলবেন তাঁরা। ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন সাবিনারা।

এই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগের দলবদল কার্যক্রমও চলছে না ঠিকঠাক। আগামী ১৫ আগস্ট শেষ হওয়ার কথা দলবদলের। তবে বাফুফে সূত্র জানিয়েছে, পরিস্থিতির বিবেচনায় ফিফার কাছে সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’