হোম > খেলা > ফুটবল

অবশেষে গোল পেলেন নেইমার

অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।

ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।

প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্‌যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।

মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।

নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা