হোম > খেলা > ফুটবল

দিবালা-দি মারিয়ার চোটে উদ্বিগ্ন মেসি

কিছুদিন আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। সে হিসেবে এই বিশ্বকাপেই তাঁর অধরা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ। সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে চান তিনি এমনটি জানিয়েছেন আগেই। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে তাঁর দল আর্জেন্টিনাও বেশ দারুণ ছন্দে আছে।

তবে বিশ্বকাপ শুরুর আগে ক্লাব ফুটবল আর্জেন্টিনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের সেরা তিন ফুটবলার চোটে পড়েছেন নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে গিয়ে। দলের অধিনায়ক মেসি ও দুই মিডফিল্ডার আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা পড়েছেন চোটে। মেসি সুস্থ হয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের অনুশীলন সেশনে যোগ দিলেও বাকি দুজনকে নিয়ে চিন্তিত আলবিসেলেস্তারা। শুধু আর্জেন্টিনা দলই নয়, চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফেরা মেসিও তাঁদের নিয়ে চিন্তিত।

ডিরেক্টটিভি স্পোর্টস ও ডি-স্পোর্টস রেডিওর সঙ্গে সাক্ষাৎকারের সময় নিজের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘এটা চিন্তার বিষয়। কারণ ভিন্ন একটি বিশ্বকাপ খেলা হবে ভিন্ন সময়ে। আমরা বিশ্বকাপের এতটাই কাছে এসেছি যে যেকোনো ছোট কিছুর কারণেও টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হতে পারে।’

দি মারিয়া ও দিবালাকে নিয়ে চিন্তিত হলেও তাঁরা ঠিক বিশ্বকাপের আগে সুস্থ হবেন এমনটা আশা করছেন মেসি। পিএসজির এই প্লে-মেকার বলেছেন, ‘আশা করছি, দুজনই সুস্থ হয়ে উঠবে। সুস্থ হওয়ার জন্য তারা যথেষ্ট সময় পাচ্ছে। আশা করছি, সকলেই সুস্থ শরীরের বিশ্বকাপে খেলতে পারব।’

২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। আর সৌদি আরবে বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর। সে হিসেবে এক মাসেরও বেশি সময় পাচ্ছেন নিজেদের সুস্থ করতে দি মারিয়া-দিবালারা।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া