হোম > খেলা > ফুটবল

সিটিজেনদের দারুণ জয়েও যেখানে অসন্তোষ গার্দিওলার

পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর গল্পই যেন গতকাল লিখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে টটেনহামের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সিটিজেনদের প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব। তার পরও ম্যাচ শেষে দলের সমালোচনা করেছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা।

ইতিহাদে গতকাল ম্যানচেস্টার সিটি-টটেনহাম ম্যাচটি ছিল প্রিমিয়ার লিগের। প্রথমার্ধে দেজান কুলুসেভস্কি ও এমারসন রয়েলের গোলে ২-০তে এগিয়ে গিয়েছিল স্পার্সরা। কুলুসেভস্কি গোল করেছিলেন ৪৪ মিনিটে এবং প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন এমারসন। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াতে থাকে সিটি। গুনে গুনে ৪টি গোল করে সিটিজেনরা। ৫১ মিনিটে হুলিয়ান আলভারেজ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। আর ৬৩ ও ৯০ মিনিটে রিয়াদ মাহরেজের জোড়া গোলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। 

দারুণ জয়ের পরও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন গার্দিওলা। একই সঙ্গে দর্শকদেরও সমালোচনা করেন তিনি। সিটির কোচ বলেন, ‘প্রথম মিনিট থেকে সাহস, প্যাশন—এসবের ঘাটতি ছিল আমাদের খেলোয়াড়দের। সমর্থকদের ক্ষেত্রেও ব্যাপারটা ছিল একই। তারা ৪৫ মিনিট পর্যন্ত চুপ ছিল। দর্শকদের আওয়াজ আবারও আমি শুনতে চাই।’

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। ১৯ ম্যাচে ১৩ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে সিটিজেনদের পয়েন্ট ৪২। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা। আর টটেনহাম আছে ৫ নম্বরে। ২০ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও ৭ পরাজয়ে স্পার্সদের পয়েন্ট ৩৩।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’