হোম > খেলা > ফুটবল

প্রেমিকা নির্যাতনের অভিযোগে দীর্ঘদিন দলের বাইরে ব্রাজিলের অ্যান্টনি

সাবেক প্রেমিকা অভিযোগ আনার পরই ‘শনির দশা’ চলছে অ্যান্টনির। ব্রাজিল দল থেকে তো বাদ পড়েছেনই। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কবে ফিরতে পারবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের বাছাইপর্বের খেলা শুরু হয়েছে গত পরশু। কিন্তু ক্যাভালিনের অভিযোগ প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক ফুটবল খেলতে পারছেন না অ্যান্টনি। তাতে আগামীকালের মধ্যে ম্যান ইউনাইটেডের অনুশীলনে ফেরার কথা তাঁর। তবে ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ফেরা হচ্ছে না তাঁর। ক্লাবটি লিখেছে, ‘অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ স্বীকার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যারা আন্তর্জাতিক ফুটবল খেলেননি, সোমবারের মধ্যে তাদের অনুশীলনে ফেরার কথা। তবে অ্যান্টনির সঙ্গে কথা বলে জানা গেছে যে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তার ফিরতে দেরী হবে। ক্লাব হিসেবে আমরা সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ কতদিন দলের বাইরে, তা অবশ্য জানায়নি ইউনাইটেড। 

ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গত সপ্তাহের সোমবার অ্যান্টনির বিরুদ্ধে সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। এরপরই নড়েচড়ে বসে ব্রাজিলের সাওপাওলো পুলিশ ও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। প্রেমিকার করা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করতে থাকেন তিনি। ব্রাজিলের টিভি চ্যানেল এসবিটিকে গত পরশু বলেন, ‘কখনোই না। কখনোই করিনি ও করবও না। নারীদের প্রতি সহিংসতা হতেই পারে না। আমারও মা বোন আছে। তাদের সঙ্গেও এমনটা হোক, তা আমি কখনোই চাই না। সত্য একদিন জানা যাবে।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন