হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ৬৪ দল খেলানোর প্রস্তাব, সমর্থন নেই উয়েফার

ক্রীড়া ডেস্ক    

ফিফা সভাপতি (বাঁয়ে) জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ছবি: এএফপি

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো। ফিফাও প্রস্তাবটি খতিয়ে দেখছে। তবে তা একদমই পছন্দ হয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার।

আজ সার্বিয়ার বেলগ্রেডে হয়েছে উয়েফার কংগ্রেস। সেখানে বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আপনাদের চেয়েও এটি আমার কাছে বেশি বিস্ময়কর। আমি মনে করি, বিশ্বকাপের জন্য এটি আদর্শ ধারণা নয়। আমার মতে, এটি বাজে ধারণা। এমনকি বাছাইপর্বের জন্যও ধারণাটি ভালো নয়। তাই এই প্রস্তাবে আমার সমর্থন নেই। আমি জানি না এটি কোত্থেকে এসেছে। ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না, অদ্ভুত!’

আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩ তম বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ এই টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি আয়োজন করে উরুগুয়ে। চ্যাম্পিয়নও হয় তারা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী