হোম > খেলা > ফুটবল

মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন গালতিয়ের 

আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবল, প্রায়ই দলে ত্রাতা হিসেবে কাজ করেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গতকাল তুলুজের বিপক্ষে মেসির গোলেই জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।

পিএসজির বিপক্ষে গতকাল পার্ক দে প্রিন্সে এগিয়ে গিয়েছিল তুলুজ। ২০ মিনিটে গোল করেন তুলুজ মিডফিল্ডার ফ্রাংকো ফন ডেন বুমেন। এরপর ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। কার্লোস সোলারের অ্যাসিস্টে গোল করেন পিএসজির এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে আসে প্যারিসিয়ানদের সেই জয়সূচক গোল। ৫৮ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। হাকিমির পাস থেকে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট করেন মেসি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় পিএসজি।

সতীর্থদের মেসির জন্য খেলার পরামর্শ দিয়েছেন গালতিয়ের। ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘দলকে আমি মেসির জন্য খেলতে বলছি। তাকে (মেসি) অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার ও গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। তাতে সে পাস খুঁজে পাবে। এমন ছোট পাস বর্তমান সময়ের ফুটবলে দুর্লভ।’

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল পিএসজি। ২২ ম্যাচ শেষে প্যারিসিয়ানদের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়