হোম > খেলা > ফুটবল

মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন গালতিয়ের 

আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবল, প্রায়ই দলে ত্রাতা হিসেবে কাজ করেন লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গতকাল তুলুজের বিপক্ষে মেসির গোলেই জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসির জন্য পিএসজিকে খেলতে বলছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।

পিএসজির বিপক্ষে গতকাল পার্ক দে প্রিন্সে এগিয়ে গিয়েছিল তুলুজ। ২০ মিনিটে গোল করেন তুলুজ মিডফিল্ডার ফ্রাংকো ফন ডেন বুমেন। এরপর ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। কার্লোস সোলারের অ্যাসিস্টে গোল করেন পিএসজির এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে মেসির পা থেকে আসে প্যারিসিয়ানদের সেই জয়সূচক গোল। ৫৮ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। হাকিমির পাস থেকে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট করেন মেসি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় পিএসজি।

সতীর্থদের মেসির জন্য খেলার পরামর্শ দিয়েছেন গালতিয়ের। ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘দলকে আমি মেসির জন্য খেলতে বলছি। তাকে (মেসি) অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার ও গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। তাতে সে পাস খুঁজে পাবে। এমন ছোট পাস বর্তমান সময়ের ফুটবলে দুর্লভ।’

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল পিএসজি। ২২ ম্যাচ শেষে প্যারিসিয়ানদের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই।

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান