হোম > খেলা > ফুটবল

ক্রোয়েশিয়ার কাছে হেরে মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হয়েছেন নেইমার

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেইমার। এবারের বিদায়কে সবচেয়ে বড় আঘাত বলে মনে করছেন তিনি। এতটাই হতাশ হয়েছেন যে, সামাজিক মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

নেইমার বলেছেন, ‘মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। এই পরাজয়টি অবশ্যই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। যা আমাকে ১০ মিনিটের জন্য পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। আমি অবিরাম কান্না করেছি। দুর্ভাগ্যবশত, এটি একটি দীর্ঘ সময়ের জন্য আঘাত করছে।’ 

সতীর্থদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বলে জানিয়েছেন নেইমার। দলের জয় প্রাপ্য ছিল কিন্তু ভাগ্যের ছোঁয়া পাননি বলে জানিয়েছেন তিনি। পিএসজির এই তারকা বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের জন্য গর্বিত কারণ ম্যাচে প্রতিশ্রুতি এবং উৎসর্গের অভাব ছিল না। দলটির জয় প্রাপ্য ছিল, আমাদের এটি প্রাপ্য ছিল, ব্রাজিলের এটি প্রাপ্য ছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো ছিল না।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার বলেছেন, ‘মাঠের ভেতর থেকে প্রত্যেকের স্নেহ অনুভব করা প্রতিটি ত্যাগের মূল্য ছিল। জাতীয় দলকে সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এটি কাজ করেনি...এটি দীর্ঘ, দীর্ঘ সময়ের জন্য আঘাত করতে চলেছে।’

সৃষ্টিকর্তার প্রতি তাঁর কোনো অনুযোগ নেই বলেও জানিয়েছেন নেইমার। ঈশ্বরের প্রতি ধন্যবাদজ্ঞাপন করে ৩০ বছর বয়সী তারকা বলেছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর। আমাকে সবকিছু দিয়েছেন তাই কোনো অভিযোগ করতে পারি না। আমার ওপর নজর রাখার জন্য ধন্যবাদ। পরিস্থিতি নির্বিশেষে সমস্ত সম্মান এবং গৌরব সব সময় আপনার জন্য।’

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া