হোম > খেলা > ফুটবল

‘বিদেশি কোচ আনলেই তো ব্রাজিল চ্যাম্পিয়ন হবে না’

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতায় তিতে সরে দাড়ানোর পর ফাঁকা হয়েছে হেডকোচের পদ। শূন্যস্থান পূরণের জন্য বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যাচ্ছে। তবে এটার বিরোধিতা করছেন রিভালদো। এই তারকা ফুটবলারের মতে, বিদেশি কোচ আনলেই ব্রাজিলের শিরোপা জয় নিশ্চিত না।

গত শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে শেষ আটেই সেলেসাওদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন তিতে। এরপর থেকেই ব্রাজিল ফুটবল দল বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে ভাবনা-চিন্তা করে। পেপ গার্ডিওলা, কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগের কথা শোনা যাচ্ছে। 

বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে একমত নন রিভালদো। ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেন, ‘আমি এই জিনিসটার সঙ্গে একমত না। বিদেশি কোচ নিয়ে আনলেই তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব না। বিদেশি কোচ নিয়োগ দেওয়া ব্রাজিলিয়ান কোচদের প্রতি অসম্মানজনক।

আমরাই তো স্বদেশি কোচ নিয়োগ দিতে পারি। রোজারিও সেনি, ফার্নান্দো দিনিজ, কুকা, রেনাতো গাওচাও, ডরিভাল জুনিয়র-তারা তো আছেনই।’ 

রিভালদো আরও বলেন, ‘আমার মতে, বিদেশি কোচ তাঁর দেশকে চ্যাম্পিয়ন করতে পারে। ব্রাজিলের চেয়ে তাঁর দলের তাঁকে বেশি দরকার। কারণ আমরা তো পাঁচবারের চ্যাম্পিয়ন।’ 

১৬ জুন, ২০১৬ ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে ৬১ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে ৭ ম্যাচ।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী