হোম > খেলা > ফুটবল

রোনালদোর অন্যরকম সেঞ্চুরি

কদিন আগে সদ্যোজাত পুত্র হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুটা হলেও ধাক্কা সামলে পর্তুগিজ যুবরাজ ফিরেছেন মাঠে। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচেই রোনালদো করলেন গোল; তাতেই ছুঁয়ে ফেললেন দারুণ একটা মাইলফলক। আর্সেনালের বিপক্ষে রোনালদো যে গোলটা করলেন সেটা ইংলিশ লিগে তাঁর শততম গোল।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জালে বল জড়ানোর পর চিরচেনা উদ্‌যাপন করতে দেখা গেল না তাঁকে। গোলের পর কেবল সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন তিনি। ৩৪ মিনিটে দারুণ এক গোলে মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। লিগের ইতিহাসে তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৩২ জন। ২৬০ গোল করে সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার। 

ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার হিসেবে ইংলিশ লিগে রোনালদো হলেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনে থাকা ক্লাব কিংবদন্তি পল স্কোলস ১০৭ গোল করে অবসরে যান। তাঁর চেয়ে দুই গোল এগিয়ে আছেন আরেক লিজেন্ড রায়ান গিগস। ১৮৩ গোল করে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। 

রোনালদোর মাইলফলকের গোলটা অবশ্য কাজে আসেনি। স্রেফ ম্যানচেস্টার ইউনাইটেডের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ঘরের মাঠে রেড ডেভিলদের ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি। অন্যদিকে, টানা দুই হারে ম্যানইউর আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেল।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’