হোম > খেলা > ফুটবল

না জিতলেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ফার্নান্দেজের কোচ 

প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।

গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।

ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’

এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’