হোম > খেলা > ফুটবল

না জিতলেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ফার্নান্দেজের কোচ 

প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।

গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।

ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’

এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়