ক্রিস্টিয়ানো রোনালদো যমজ সন্তানের বাবা হচ্ছেন - খবরটা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন তিনি নিজেই। তবে যমজ সন্তান লাভের আনন্দটা স্থায়ী হলো না রোনালদোর। সদ্য জন্মানো পুত্র সন্তান হারিয়েছেন রোনালদো ও জর্জিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা রোনালদো নিজেই দিয়েছেন। জানিয়েছেন, সন্তান হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন তাঁরা। তবে অন্য কন্যা সন্তানটি ভালো আছে বলে জানিয়েছেন তিনি।
সময়টা বেশ ভালোই কাটছিলো রোনালদোর। মাত্র দুদিন আগেই পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। সেই আনন্দ আরও বাড়তে পারত যমজ সন্তান লাভের আনন্দে। তবে দুই সন্তানের একজনকে হারিয়ে ভেঙে পড়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন: