হোম > খেলা > ফুটবল

পেলেও ছিলেন ব্রাজিলের ম্যাচে

কিংবদন্তি পেলের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে গতকাল পেলেকে স্মরণ করেছে ব্রাজিল ফুটবল দল।

পেলেকে যে ব্রাজিল দল স্মরণ করবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই। তাঞ্জিয়ারে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা গেছে ব্রাজিলের সেই কাজের প্রতিফলন। নতুন অধিনায়ক কাসেমিরোসহ সব খেলোয়াড়ের জার্সিতে ছিল পেলের নাম।

পেলের মৃত্যুর পর তো বটেই, বিশ্বকাপের পরও প্রথম ম্যাচ গতকাল খেলেছে ব্রাজিল। নতুন কোচ, নতুন অধিনায়কসহ একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে সেলেসাওরা। ব্রাজিলের ‘নতুন শুরুটা’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে আফ্রিকা মহাদেশের এই দল।

গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে ছিল পেলের নাম। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো